রাজধানীর গুলশানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুজন হলেন তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের এসি মিস্ত্রি মো. রাজীব (১৯) ও সোহেল (৩০)। গুলশান ২ নম্বরের ৩৫ নম্বর সড়কের একটি বাড়িতে এসি মেরামত করছিলেন তাঁরা।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন আজ রাতে প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১০ তলার বাসায় এসি মেরামতের জন্য ফোন করে ডাকা হয় তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের কর্মীদের। সেখানে গিয়ে রশিতে ঝুলে এসি মেরামত করছিলেন রাজীব ও সোহেল। একপর্যায়ে একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে আরেকজন তাঁকে বাঁচাতে যান। এ সময় দুজনই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এসআই শাকিল জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। রাজীবের বাড়ি চাঁদপুরে ও সোহেলের বাড়ি শেরপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।