পুরান ঢাকায় দোকানপাট খুলছে, লোকজন বাড়ছে

দুপুরের পর ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকানপাট
ছবি: প্রথম আলো

রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে পুরান ঢাকার লক্ষ্মীবাজার, সদরঘাট ও আশপাশ এলাকার দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দুপুরের পর ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এ ছাড়া মানুষজনের উপস্থিতি বাড়ছে। তবে দুপুর পর্যন্ত এসব দোকান বন্ধ ছিল।

আজ শনিবার সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা প্রতিবাদ মিছিল করতে থাকেন এসব এলাকায়। এদিকে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ছিল সতর্ক অবস্থানে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে কয়েকটি লঞ্চ। বাস চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম।

পুরান ঢাকার সড়কগুলো আজ অনেকটা ফাঁকা ছিল
ছবি: প্রথম আলো

দুপুরে লক্ষ্মীবাজারের সুভাষ বোস অ্যাভিনিউয়ে লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে দেখা যায় ছাত্রলীগ নেতা–কর্মীদের। এ সময় আশপাশের অধিকাংশ দোকান বন্ধ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা–কর্মীদের সকাল থেকে অবস্থান করতে দেখা যায়। তাঁরা ক্যাম্পাস ও আশপাশ এলাকায় মিছিল ও মহড়া দেন।

দুপুর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল প্রায় বন্ধ ছিল। জরুরি প্রয়োজনে যাঁদের সদরঘাটে আসতে হয়েছে, তাঁরা আসেন সিএনজিচালিত অটোরিকশায় বা রিকশায় করে। স্বাধীন মিয়া নামের এক ব্যক্তি যাবেন চাঁদপুরে। এ জন্য মিরপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে সদরঘাটের লালকুঠি ঘাট এলাকায় আসেন। সেখান থেকে তিনি এ প্রতিবেদককে বলেন, অন্য সময় এ পথে আসতে ৩০০ টাকা ভাড়া দিলেও চলে। কিন্তু আজ ৭০০ টাকা ভাড়া নিয়েছে।

বাংলাবাজার এলাকার মুদিদোকানদার রমেশ চন্দ্র বলেন, গোলাপবাগে বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে আজ সকাল থেকে আতঙ্কে লোকজন রাস্তায় কম বেরিয়েছে। লোকজন কম থাকায় অনেকে দোকানপাট খোলেননি। এখন মানুষজন বের হচ্ছে। তাই দোকান খুলতে শুরু করেছে।