গাবতলীতে দূরপাল্লার বাসে বেশি তল্লাশি

গাবতলী এলাকায় দূরপাল্লার বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ
ছবি: খালেদ সরকার

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে রাজধানীমুখী প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। দূরপাল্লার বাস ও মোটরসাইকেলে বেশি তল্লাশি চলছে। যাত্রী ও চালকদের সঙ্গে থাকা ব্যাগ-বস্তা খুলেও তল্লাশি করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার গাবতলী এলাকায় দেখা যায়, পর্বত সিনেমা হলের সামনে গাবতলী-আমিনবাজার সেতুর মুখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রংপুর, রাজশাহী, বগুড়া, রাজবাড়ী, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসে উঠে যাত্রীদের বেশি জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। তবে সাভার-নবীনগরের মতো ঢাকার আশপাশের এলাকা থেকে আসা বাসে তল্লাশি কম হচ্ছে।

এই প্রতিবেদক আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত গাবতলী এলাকায় ছিলেন। সেখানে দেখা গেছে তল্লাশির জন্য গাবতলী-আমিনবাজার সেতুর ওপর চারটি ব্যারিকেড (প্রতিবন্ধকতা) দিয়ে চলাচল সীমিত করা হয়েছে। সার্বক্ষণিক ৬ থেকে ৮ পুলিশ সদস্য তল্লাশি চালাচ্ছেন। তল্লাশিচৌকির পাশে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করেছে দারুসসালাম থানা আওয়ামী লীগ। সে প্যান্ডেলের ভেতরে রাখা চেয়ারে ১৫-২০ জন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে।

বাসের ভেতরেও তল্লাশি চালায় পুলিশ
ছবি: খালেদ সরকার

সাভার থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহীকে বেশ অনেকক্ষণ ধরে তল্লাশি করেন পুলিশ সদস্যরা। মোটরসাইকেলের চালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন বাশার প্রথম আলোকে বলেন, ‘হাজারীবাগে বোনের বাসায় যাচ্ছিলাম। ব্যাগে বোনের জন্য কেনা চা–পাতা ছিল। সেটা নিয়ে পুলিশ সদস্যরা জানতে চাচ্ছিলেন।’

বেলা পৌনে ১১টায় বগুড়া থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস গাবতলীর দিকে আসছিল। পুলিশ সদস্যরা দূর থেকেই বাস থামানোর সংকেত দেন। দুজন পুলিশ সদস্য মেটাল ডিটেক্টর নিয়ে বাসে ওঠেন। বাসে স্বল্পসংখ্যক যাত্রী থাকায় পুলিশ দ্রুতই নেমে যান।

গাবতলীতে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন দারুসসালাম থানার পুলিশ সদস্যরা। জানতে চাইলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এই তল্লাশি নিয়মিত কার্যক্রমের অংশ। বিজয় দিবস ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে কোনো নাশকতা যেন না হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতে তল্লাশি করা হচ্ছে। কোনো ব্যাগ বা সন্দেহজনক কিছু সঙ্গে থাকলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুই দিন ধরে রাজধানীমুখী প্রবেশমুখগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকাল টঙ্গী সেতুর সামনে, গাবতলী, আমিনবাজার ও সায়েদাবাদ এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

তল্লাশি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল বলেছেন, ১৪ ডিসেম্বর (শহীদ বুদ্ধিজীবী দিবস), ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) ও ২৫ ডিসেম্বরে (বড়দিন) যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে, সে জন্য ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। এতে কোনো যাত্রীর ঢাকায় আসা বন্ধ করেনি পুলিশ।