আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থীর ২৭ সমর্থককে শোকজ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিশালাকৃতির বিলবোর্ডে প্রচারণা করেছেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থকেরাছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের প্রার্থীর এক দল সমর্থককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা। শাহবাগ, রমনা, মতিঝিল ও শাহজাহানপুর থানা–আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ জনকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও যুগ্ম জেলা জজ মোছাম্মৎ ইসরাত জাহান নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের নেতাদের কারণ দর্শাতে বলা হয়। এতে বলা হয়, এসব এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে যত ব্যানার-পোস্টার টাঙানো হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৯টি ওয়ার্ড মিলে ঢাকা-৮ আসন। চিঠিতে বলা হয়েছে, প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে এসব নেতা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা–২০০৮ এর বিধি ৭(৩) এবং ৭(৪) লঙ্ঘন করেছেন। তাই আগামী শনিবার বিকেল চারটায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের শাহজাহানপুর থানার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মো. রিজভী হাসানসহ ১৬ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শাহবাগ থানায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার মহাসচিব কামরুল হাসান (মিলন), সভাপতি জামাল উদ্দিনসহ পাঁচজন নোটিশ পেয়েছেন।

অপরদিকে মতিঝিল থানা এলাকায় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. মনির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশারকে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করায় রমনা থানা এলাকায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী সদস্য সাদমান সাকিবকে।

উল্লেখ্য, গত সোমবার ‘ঢাকা-৮ আসনে আচরণবিধি যেন কাগুজে দলিল’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।