ভাটারায় ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গুগল ম্যাপ থেকে নেওয়া

ঢাকার ভাটারার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) একদল শিক্ষার্থী। আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে তাঁরা সড়ক অবরোধ করে রেখেছেন।

অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডামুখী সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি, ইউআইইউয়ের সম্মান শেষ বর্ষের ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন।

শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ২৬ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তাঁরা।