একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা নিয়ে রিট করা হয়েছে। এ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান আবেদনকারী হয়ে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

আইনজীবীর ভাষ্যমতে, একটি বইকে কেন্দ্র করে বইমেলায় আদর্শ প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ বইটি কালো তালিকাভুক্ত বা নিষিদ্ধও নয়। প্রকাশনীর আরও ৬০০ বই আছে। স্টল বরাদ্দ না দেওয়ায় মেলায় এসব বইয়ের লেখকেরা বঞ্চিত হচ্ছেন; যা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

রিট আবেদনকারীর আইনজীবী অনীক আর হক প্রথম আলোকে বলেন, আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আদর্শ প্রকাশনীকে দ্রুত স্টল বরাদ্দ দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

আরও পড়ুন

বইমেলায় আদর্শের স্টল না পাওয়া যে বার্তা দেয়

আইনজীবীর ভাষ্যমতে, একটি বইকে কেন্দ্র করে বইমেলায় আদর্শ প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ বইটি কালো তালিকাভুক্ত বা নিষিদ্ধও নয়। প্রকাশনীর আরও ৬০০ বই আছে। স্টল বরাদ্দ না দেওয়ায় মেলায় এসব বইয়ের লেখকেরা বঞ্চিত হচ্ছেন, যা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

আরও পড়ুন

আদর্শ প্রকাশনী কি স্মার্ট সেন্সরশিপের কবলে পড়ল