আজ মাতৃভাষার মহিমা ছড়াতে ‘বর্ণমেলা’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজন করেছে ‘বর্ণমেলা’। আজ বুধবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৯টায় মেলা শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার বর্ণ, ভাষা ও বাংলা ভাষা আন্দোলনের মহিমা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম আলো নিয়মিত এ মেলা আয়োজন করছে।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে। সহযোগিতা করেছে সেপনিল ও সুপারমম। আর মেলার প্রচার সহযোগী এটিএন বাংলা।

বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে এ মেলায়। এবারের বর্ণমেলা সাজবে বাংলার রূপকথার বেশে।

দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বর্ণমেলায়।