৯০০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় চারজনের যাবজ্জীবন

আদালতপ্রতীকী ছবি

সাড়ে ছয় বছর আগে রাজধানীর রমনা এলাকা থেকে ৯০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মো. ইকবাল হোসেন আজ রোববার এ রায় দেন।

দণ্ডিত চার ব্যক্তি হলেন ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আশরাফুজ্জামান। তাঁদের মধ্যে আশরাফুজ্জামান পলাতক। অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট যশোর সীমান্ত থেকে ব্যক্তিগত গাড়িতে করে রমনায় আনা ৯০০ বোতল ফেনসিডিলসহ চারজন গ্রেপ্তার হন। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. নাজমুল হক বাদী হয়ে রমনা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আর ২০১৭ সালের ১৩ নভেম্বর আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে মামলায় আট সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যশোর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানে করে তাঁরা ওই ফেনসিডিল নিয়ে এসেছিলেন।