বই এল হাতের নাগালে, ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ে

প্রথমার বইমেলার উদ্বোধন। ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়, অনিক টাওয়ার, বীর উত্তম শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা, ২৯ জানুয়ারিছবি: আশরাফুল আলম

বইমেলার আয়োজন প্রায়ই নানা উদ্যোক্তাদের প্রযত্নে হয়ে থাকে। এক দিন বাদেই শুরু হচ্ছে বই নিয়ে দেশের সবচেয়ে বড় উৎসব অমর একুশে বইমেলা। তবে আজ সোমবার যে বইমেলা শুরু হলো, সেটি অন্য রকম। প্রথমা প্রকাশনের আয়োজনে ব্র্যাক ব্যাংকের সৌজন্যে রাজধানীর ব্যতিব্যস্ত শিল্প-বাণিজ্যের এলাকায় বইমেলাটি শুরু হলো ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে।

তেজগাঁও শিল্প এলাকার বীর উত্তম মীর শওকত আলী সড়কে দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়। এখানে শুরু হলো দুই দিনের বইমেলা। এই বইমেলা শুধু ব্র্যাক ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য।

ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট লেখক ফারুক মঈনউদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সাব্বির হোসেন, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীরসহ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক ও প্রথমা প্রকাশনের প্রকাশক মতিউর রহমান দুপুর ১২টায়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাশিল্পী আনিসুল হক, প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিনসহ অনেকে।

প্রথমার বইমেলায় বই দেখছেন ব্র্যাক ব্যাংকের কর্মীরা। তেজগাঁও, ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম

অনীক টাওয়ারে ব্র্যাক ব্যাংকের এই করপোরেট প্রধান কার্যালয়ের নিচের তলায় প্রবেশপথের পাশে বেশ খানিকটা খোলামেলা স্থান। সেখানেই সুদৃশ্য বইয়ের র‌্যাক ও টেবিল পেতে মেলার আয়োজন। প্রথমা প্রকাশন ছাড়াও দেশের বিভিন্ন প্রকাশনী ও বিদেশি প্রকাশনীর বিভিন্ন ধরনের বইয়ের বৈচিত্র্যময় সম্ভার রয়েছে এই মেলায়। প্রথমার বই ২৫ শতাংশ পর্যন্ত কমিশনে পাওয়া যাবে।

বইমেলার উদ্বোধনী আনুষ্ঠানিকতা তেমন ছিল না। কোনো আনুষ্ঠানিক আলোচনও হয়নি। ফারুক মঈনউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা লক্ষ করেছি, দেশে মানুষের বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে। বিশেষ করে করপোরেট হাউসে যাঁরা কাজ করেন, তাঁদের পেশাগত কাজ নিয়ে এত ব্যতিব্যস্ত থাকতে হয়, চাপের মধ্যে থাকতে হয়, যে বই পড়ার সময়ও তেমন থাকে না। তা ছাড়া ইচ্ছা থাকলেও বই কিনতে যাওয়ার মতো সুযোগও হয় ওঠে না অনেকের। এসব বিবেচনা করেই অফিসে আসতে–যেতে বই যেন হাতের নাগালে পাওয়া যায়, সেই ব্যবস্থা করতে এই বইমেলার আয়োজন। যতটুকু সময় পাওয়া যায়, সেই সময়টায় বইয়ের পাতায় চোখ রাখলে মনের ওপর সৃষ্টি হওয়া পেশাগত চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। মনোজগতের প্রসার ঘটবে। পাশাপাশি বই পড়ার চর্চা তৈরি হলে পেশাগত ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।’

ফারুক মঈনউদ্দীন জানালেন, এবারের অমর একুশে বইমেলায় তাঁর দুটি বই আসছে। ইতিমধ্যে একটি বই ‘গোয়েন্দা হেমিংওয়ে ও তাঁর প্রেমিকাদের খোঁজে’ প্রথমা থেকে প্রকাশিত হয়েছে।

ইকরাম কবীরও বললেন, এখন অনলাইনে হয়তো বই পাওয়া যায় কিন্তু বইয়ের ভুবন তো অনেক বড় আর বৈচিত্র্যময়। হাতের কাছে থাকলে সেখান থেকে যাচাই–বাছাই করে পছন্দ করে বই কেনা যায়। সেই ভাবনা থেকেই বইমেলাটি দোরগোড়ায় নিয়ে আসা।

ইকরাম কবীর জানান, ব্র্যাক ব্যাংক যে মূল্যবোধ লালন করে, তার মধ্যেই দেশের শিল্পসাহিত্য, সংস্কৃতির চর্চা ও বিকাশে সহায়তা দেওয়ার বিষয়গুলো রয়েছে। পাঠাভ্যাস গড়ে তোলার জন্য ব্র্যাক ব্যাংকের কর্মীদের তিনটি পাঠচক্র রয়েছে। প্রতি মাসে এই পাঠচক্রের সদস্যরা মিলিত হয়ে তাঁদের পঠন–পাঠন নিয়ে আলোচনা করেন। এই মেলা তাঁদের বই সংগ্রহ ও পাঠের ক্ষেত্রেও সহায়তা করবে। অন্যান্য করপোরেট হাউসও তাদের কর্মীদের মনমানসের উৎকর্ষের জন্য এমন বইমেলার আয়োজন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বইমেলায় অনেক আগ্রহী পাঠকের ভিড় ছিল আজ। ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়, অনিক টাওয়ার, বীর উত্তম শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বইকে পাঠকের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রথমা প্রকাশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। এটি তেমনই একটি উদ্যোগ। একটি বাণিজ্যিক ব্যাংক তার কর্মীদের বই পড়তে আগ্রহী করতে উদ্যোগ নিয়েছে, এটা খুব উৎসাহজনক।

উদ্বোধনের পর অনেকেই বই নিয়ে আগ্রহী ছিলেন। তাঁদের মধ্যে একজন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার বলেন, তিনি ভ্রমণকাহিনি ও কিছু অ্যাডভেঞ্চারের বই কিনবেন। এখানে শিক্ষামূলক বইও আছে। সেখান থেকে বাছাই করে তাঁর সন্তানদের জন্য কিছু কিনবেন।

সহযোগী ব্যবস্থাপক সাদিয়া আফ্রিন জানালেন, তাঁর পছন্দ গল্পের বই, এ ছাড়া কিছু ইতিহাস ও রাজনীতির বইও কিনবেন। দেখা গেল হাতের নাগালে বই চলে আসায় এভাবেই আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই।

এই বইমেলা আজ বিকেল ৫টা পর্যন্ত এবং মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।