রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ধলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। তাঁর নাম শাহ আলম (২১)। আজ শনিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর ধলপুরে এ ঘটনা ঘটে।

প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। ময়নাতদন্তের জন্য শাহ আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধলপুরের সিটি পল্লিতে স্ত্রী ও ছয় মাসের সন্তান নিয়ে বসবাস করতেন শাহ আলম। সম্প্রতি সিটি পল্লির ভবনগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণের ঘোষণা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাই সেখানকার বাসিন্দারা নিজেরাই ঘর ভেঙে সরে যাচ্ছিলেন। আজ বেলা ১১টার দিকে ঘর ভাঙার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল রোববার সেখানে তাদের অভিযান চালানোর কথা রয়েছে।

শাহ আলম যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে।