সারা দেশের ১০০টি স্কুল ও কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থী ন্যাশনাল কালচারাল ফেস্টে অংশ নেবেন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে বাংলা অলিস্পিয়াডসহ নাচ, গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা’র মতো ৭টি মেগা ইভেন্টের ৮৪টি বিষয়ে পিলখানার ৮টি ভেন্যুতে আয়োজিত প্রতিযোগিতা ও প্রদর্শনী মঞ্চে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানান, পিলখানায় এযাবৎকালে এটিই সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।
উদ্বোধন ও সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান, বিজিবিএম। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, পিবিজিএমএম, এইসি।
তিন দিনের এ সাংস্কৃতিক উৎসবে যোগ দিচ্ছেন আয়োজক প্রতিষ্ঠানের সাবেক তারকা-শিক্ষার্থী চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা, নাজিফা আনজুম তুষি, বাচিকশিল্পী মাহানূর জাবীন শর্মী, হীরালাল রায়, সংগীতশিল্পী জেরীন তাবাসসুম হক, নৃত্যশিল্পী রাজিয়া সুলতানা আঁখি ও মেহেদীসহ অনেকেই।
বিচারকাজে থাকবেন নৃত্য-গীত-আবৃত্তিসংশ্লিষ্ট গুণীরা। সংগীতে খুরশিদ আলম, ইয়াসমিন মুশতারী, আলম আরা মিনু; আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ঝর্না রহমান; নৃত্যে মুনমুন আহমেদ, ফারহানা বেবী, কবিরুল ইসলাম রতন, দীপা খন্দকার প্রমুখ বিভিন্ন সেগমেন্টের বিচারকাজ করেবন।
আয়োজন সহযোগী হিসেবে থাকছে পড়ালেখা, প্রথম আলো; ম্যাগাজিন সহযোগী কিশোর আলো ও মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এ ছাড়া টাইটেল স্পনসর হিসেবে তিন দিনের আয়োজনে সার্বিক সহায়তায় থাকছে ‘সাইফুরস প্রা. লি’।