ওয়ার্ল্ড কাঁপানো ফ্যান হতে প্রিয় দলের জার্সি পরে তুলুন ছবি
ফুটবলের প্রতি আমাদের বাংলাদেশিদের আবেগ-অনুভূতি কিছুটা ভিন্ন। বিশ্বকাপ নিয়ে পুরো বিশ্বে আমাদের মতো বেশি পাগলামি আর মনে হয় কেউ করে না। তাই প্রতিবারের ফুটবল বিশ্বকাপে আমাদের উচ্ছ্বাস-উল্লাস নজর কাড়ে সবার। যেখানে ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা ছাপিয়ে যায় দল, বয়স, বর্ণ, ধর্ম ও সামর্থ্য। শুধু দেশ নয়, বিশ্বও জানে আমরাই ফুটবলের সেরা ফ্যান।
তাই ফুটবলের প্রতি আমাদের এ ভালোবাসা আর পাগলামি আরও একবার বিশ্বদরবারে তুলে ধরতে প্রথম আলো ও বিকাশ-এর সহযোগিতায় আমরা ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানরা, প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছি অনলাইনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানোর। রেকর্ড গড়ার জন্য প্রিয় দলের জার্সি পরে ছবি তুলতে হবে এবং ছবিটি আপলোড দিতে হবে ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস ওয়েবসাইটে। এই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ১৬ ডিসেম্বর রাত নয়টা থেকে। চলবে ১৮ ডিসেম্বর রাত নয়টা পর্যন্ত। ৪৮ ঘণ্টায় ৬ হাজার ছবি লাগবে এ অনলাইন অ্যালবামে। পৃথিবী জানবে আমাদের উন্মাদনা এবং অংশগ্রহণকারী আমরা সবাই পেয়ে যাব অংশগ্রহণকারী সার্টিফিকেট। শ্রেষ্ঠ ছবি জমাদানকারী তিনজন পাবেন আকর্ষণীয় স্মার্টফোন।
রেকর্ড গড়ার এ যাত্রায় বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি অনন্য ভালোবাসা বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। এ বিশ্বকাপে ইতিহাস রচনার সময়টা এখনই! ইতিমধ্যে গিনেস কর্তৃপক্ষের গাইডলাইন অনুসারে এ রেকর্ড আয়োজনের কাজে ঝাঁপিয়ে পড়েছেন একদল ফুটবলপ্রেমী। রেকর্ড আয়োজনের একজন সংগঠক দ্রাবিড় আলম বলেন, আমাদের ফ্যান্ডম বিশ্ব কাঁপাতে পারে। তাই এই বিশ্ব রেকর্ড করে বিশ্বকে জানাতে চাই বাংলাদেশের ফুটবল প্রেম।
ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস বিশ্ব রেকর্ডের নিয়মাবলি—
১.
https://worldkapanofans.com/ ওয়েবসাইটে গিয়ে একটি শর্ট ফর্ম পূরণ করে ছবি আপলোড দিতে হবে। রেকর্ডের পর সার্টিফিকেটের জন্য ফর্মের তথ্য ব্যবহার করা হবে।
২.
তোলা ছবি সেলফি হলেও সমস্যা নেই। কিন্তু দুজনের, তিনজনের কিংবা গ্রুপ ছবি দেওয়া যাবে না। একটি ছবিতে একজনকেই থাকতে হবে।
৩.
একজন ব্যক্তি একবারই ফর্ম পূরণ করতে পারবেন এবং কেবল একটি ছবিই আপলোড করতে পারবেন।
৪.
প্রিয় টিমের এ বছরের অফিশিয়াল জার্সি পরেই ছবি দিতে হবে, এমন কোনো কথা নেই। আপনার যে জার্সি আছে, সেটা পরেই একটা স্পষ্ট ছবি দিতে হবে। তবে ছবির প্রধান শর্ত হচ্ছে, জার্সিতে স্পষ্টভাবে ফিফা টিমের লোগো দেখা যেতে হবে।
৫.
রেপ্লিকা জার্সি পরে ছবি দেওয়া যাবে। ছবিতে স্পষ্টভাবে ফিফা টিমের লোগো দেখা গেলেই হবে। লোগোসহ টি-শার্ট কিংবা জ্যাকেট পরা ছবি গ্রহণযোগ্য হবে না, জার্সিই হতে হবে।
৬.
মাস্ক পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
৭.
যেকোনো বয়সের যে কারও ছবি দেওয়া যাবে, তবে অনুরোধ থাকবে তিন বছরের কম বয়সী কারও ছবি না দেওয়ার জন্য।
৮.
ছবিতে কোনো ফিল্টার ব্যবহার করা যাবে না। কোনোভাবেই ফটোশপ কিংবা অন্যান্য এডিটিং প্রোগ্রামের ছবি গ্রহণযোগ্য হবে না। ভিডিও থেকে কেটে নেওয়া কোনো ফ্রেম কিংবা কোনো ধরনের স্ক্রিনশট গ্রহণযোগ্য নয়।
৯.
অংশগ্রহণকারী প্রথম ব্যক্তির ছবি আপলোড করার মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে ছবি আপলোড করতে হবে। আমরা আপলোড শুরু করব ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে এবং শেষ করব ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।
ওয়েবসাইট (কাজ চলমান) www.worldkapanofans.com
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/1304236457063927