শান্তিনগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর শান্তিনগরে বাসের ধাক্কায় মো. তাশিকুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে শান্তিনগর মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তাশিকুল পরিবার নিয়ে সিদ্ধেশ্বরী এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোর পৌনে পাঁচটার দিকে শান্তিনগর মোড়ের বেইলি রোডের মুখের রাস্তা পার হচ্ছিলেন তাশিকুল। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে রমনা থানার একটি টহল দল ঘটনাস্থলে আসে। তারা তাশিকুলকে উদ্ধার করে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
তাশিকুলের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক আবু হানিফ প্রথম আলোকে বলেন, তাশিকুলকে চাপা দেওয়া বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।