রাজধানীতে হাসপাতালের সামনে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীতে সাইকেল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শেরেবাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, কেউ চুরি করলে তাঁকে ধরে পুলিশে দেওয়া যেত। কিন্তু এভাবে পিটিয়ে হত্যা করে আইন অমান্য করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহত মো. মামুন মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা। তিনি চা–বিক্রেতা। দুপুরের দিকে শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় তাঁকে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মাসুদ রানা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।