নয়াপল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে, বিএনপি কার্যালয়ের ফটকে তালা

নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির কার্যালয়ের দিকে যেতে ব্যারিকেড বসানো হয়েছে।
ছবি: আহমদুল হাসান

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে আজ শুক্রবারও তালা ঝুলছে। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেওয়া হয়েছে ব্যারিকেড। এই সড়কে যান চলাচল ও সাধারণ মানুষ চলাচল করতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকায় পুলিশের বিপুল সদস্য দায়িত্ব পালন করছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মোতায়েন করা হয়েছে পুলিশের বিপুল সদস্য। আজ সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল থেকে বিএনপির কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে আসতে দেখা যায়নি।

আরও পড়ুন
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান।
ছবি: আহমেদুল হাসান

নয়াপল্টন এলাকার মূল সড়ক থেকে শুরু করে প্রতিটি অলিগলির মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড়ে পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা–কর্মীরা যেন অবস্থান নিতে না পারেন, সে জন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তাঁরা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে  না। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই এটি করা হচ্ছে বলেও জানান তাঁরা।

আরও পড়ুন