শরতের রবীন্দ্রসংগীত নিয়ে উৎসব

শিল্পকলা একাডেমির চিত্রশালায় শরতের রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

প্রকৃতিকে মানুষেরও দেওয়ার আছে অনেক কিছু। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গান, কবিতায় সন্ধান দিয়ে গেছেন মানুষ আর প্রকৃতির মধ্যে উপহার বিনিময়ের এমন বহু কিছু। বিশ্বের জন্য আলো দেওয়া আকাশকে গান শোনানোর কথা বলেছিলেন তিনি।

প্রকৃতি পর্বের গান ‘আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে’–এর সুরে সুরে নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সংগঠন কোমল নিষাদের শরতের রবীন্দ্রসংগীত উৎসব। এরপর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দরও গেয়ে মঙ্গল কামনা করা হয়। এক দিনের এ উৎসবে কখনো উঠে আসে পূজা পর্বের গান ‘প্রথম আদি তব শক্তি’–এর সুর।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় শিল্পী অঙ্গনা আকাশের একক পরিবেশনার সঙ্গে যুক্ত হয় কোমল নিষাদের শিক্ষার্থীদের পরিবেশনা। ১৬টি একক গান, ৪টি সমবেত সংগীত ও ২টি নৃত্য নিয়ে সাজানো হয় কোমল নিষাদের আয়োজন। গান শেখার প্ল্যাটফর্ম কোমল নিষাদের এটা প্রথম কোনো আনুষ্ঠানিক পরিবেশনা।

রবীন্দ্রনাথের প্রকৃতি পর্বের গান, এসো শরতের অমলও মহিমা গাওয়া হয় শরৎ–বন্দনা জন্য। বাংলাদেশের মানুষের জন্য অশণী দাসগুপ্ত রচিত ‘যাব আমি ঢাকা-মানিকগঞ্জ’ পরিবেশন করেন অঙ্গনা আকাশ।

কোমল নিষাদের ২৪ শিক্ষার্থী অংশ নিয়েছেন এ আয়োজনে। তাঁরা উপস্থিত হয়েছেন শরতের সঙ্গে সংহতি করে সাদা-আকাশি পোশাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।