ডিএমপি মিডিয়া সেন্টারে সংস্কার করা হয়েছে সাংবাদিক কর্নার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

সাংবাদিকদের দেওয়া কথা রেখেছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিন দিনের মধ্যে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক কর্নার কক্ষটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি। তাঁর নির্দেশের পর বৃহস্পতিবার মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্নারে নতুন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি), দুটি কম্পিউটার এবং নতুন সোফা সেট বসানো হয়েছে।

বলা হয়, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা ডিএমপির মিডিয়া সেন্টারে তাঁদের জন্য নির্ধারিত কক্ষ থেকে প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট মিডিয়া হাউসে পাঠান। কিন্তু কম্পিউটারগুলো ঠিকমতো কাজ না করায় তাঁদের কাজে বিঘ্ন হচ্ছে।

মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার তাৎক্ষণিক সাংবাদিকদের কক্ষটি পরিদর্শন করেন এবং তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই কক্ষ সংস্কারের নির্দেশ দেন। কমিশনারের নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তিন দিনের মধ্যেই মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্নারে নতুন এসি, কম্পিউটার ও সোফা সেট বসালেন।

গত সোমবারের ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি হবে রোল মডেল। ঢাকা মহানগরীকে যানজট ও মাদকমুক্ত এবং সুশৃঙ্খল নগরী হিসাবে গড়ে তুলতে ডিএমপি বদ্ধপরিকর। বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে ঢাকাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।