বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান: মেয়রের সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা

বাহাদুর শাহ পার্কের ভেতরে খাবারের দোকান বসানো হচ্ছে
ছবি: আশিকুজ্জামান

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে খাবারের দোকান বসানোর উদ্যোগ নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করবে পার্ক সংরক্ষণ সংগ্রাম পরিষদ। পরিষদের সদস্যসচিব আখতারুজ্জামান খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

পার্কটির ভেতরে খাবারের দোকান বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দরপত্রের মাধ্যমে কাজ পাওয়া কর্তৃপক্ষ ইতিমধ্যে পার্কের ভেতরে দোকানের অবকাঠামো নির্মাণ করেছে। এ উদ্যোগের বিরোধিতা করছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, খাবারের দোকান হলে পার্কের ঐতিহ্য ও সৌন্দর্য নষ্ট হবে।

পার্কে হাঁটতে আসা লোকজনের চারটি সংগঠনের সমন্বয়ে সম্প্রতি ‘ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ’ নামে সমন্বিত একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। তারা পার্কের ভেতরে খাবারের দোকান বসানোর উদ্যোগের প্রতিবাদ জানাচ্ছে। নানা কর্মসূচি পালন করছে।

পরিষদের সদস্যসচিব আখতারুজ্জামান বলেন, পার্কের ভেতরে যাতে খাবারের দোকান তৈরি করা না হয়, সে জন্য তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছেন। তাঁরা জেলা প্রশাসক, স্থানীয় কাউন্সিলর, সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছেন। আলোচনায় বসার জন্য তাঁরা মেয়রের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাঁদের আহ্বানে মেয়র সাড়া দিয়েছেন।

আখতারুজ্জামান বলেন, ‘ডিএসসিসি মেয়রের একান্ত সচিব আমাদের বৈঠকের বিষয়ে অবহিত করেছেন। আজ বিকেলে বৈঠকটি হবে। আমরা আগে নিজেদের মধ্যে বৈঠক করব। তারপর মেয়রের কাছে আমাদের দাবি তুলে ধরব।’

পরিষদের সদস্যসচিব বলেন, ‘পার্কটি পুরান ঢাকার সদরঘাট এলাকার একমাত্র খোলা স্থান। খাবারের দোকান বসালে পার্কের পরিবেশ নষ্ট হবে। পার্কের ঐতিহ্য রক্ষার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি আমরা মেয়রের কাছে উপস্থাপন করব। মেয়রের সঙ্গে বৈঠক শেষে আমরা আমাদের প্রতিক্রিয়া গণমাধ্যমকে জানাব।’

আরও পড়ুন