বৃষ্টির কারণে ঈদের দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থী কম

বৃষ্টির কারণে ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন দর্শনার্থীরা। জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, ৭ জুন ২০২৫ছবি: শুভ্র কান্তি দাশ

ঈদের ছুটি মানে আনন্দ। বিশেষ করে রাজধানী ঢাকার নগরবাসী একটু বেশি স্বস্তি পান এমন ছুটিতে। রাস্তাঘাটে থাকে না যানজট। তাই বিনোদনকেন্দ্রগুলোতে ছুটে যাওয়া। পরিবারের শিশু–কিশোরদের আবদার মেটাতে অনেকেই যান জাতীয় চিড়িয়াখানায়। যেখানে বিভিন্ন প্রাণীর দেখার পাশাপাশি কিছুটা প্রাকৃতিক পরিবেশে স্বস্তি মেলে সবারই। তাই ঈদের দিনসহ ছুটির দিনগুলোতে চিড়িয়াখানায় ভিড় বেশ স্বাভাবিক বিষয়।

তবে শনিবার পবিত্র ঈদুল আজহার দিনে অন্য ছুটির সময়ের তুলনায় জাতীয় চিড়িয়াখানায় তেমন ভিড় ছিল না। দিনে মাঝেমধ্যে টুপটাপ বৃষ্টি ঝরায় দর্শনার্থীদের ভিড় জমেনি তেমন।

জাতীয় চিড়িয়াখানায় ঝুম বৃষ্টি। ঢাকা, ৭ জুন ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ

শনিবার বিকেলের দিকে চিড়িয়াখানার ভেতর গিয়ে দেখা যায়, মানুষের তেমন কোনো শোরগোল নেই। বিভিন্ন খাঁচার ভেতরে থাকা অনেকই প্রাণীই ঘুমাচ্ছে কিংবা আয়েশ করে বিশ্রাম নিচ্ছে। দু–একজন দর্শনার্থী বিভিন্ন খাঁচার আশপাশে ঘুরছেন।

চিড়িয়াখানায় প্রবেশের টিকিট বিক্রির দায়িত্ব থাকা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার ছুটির দিনেও ১৫ থেকে ১৬ হাজার মানুষ চিড়িয়াখানায় প্রবেশ করেন। অন্যান্য ঈদের দিনে তুলনায় বছরের তুলনায় এবার মানুষ একবারেই কম, মাত্র পাঁচ থেকে ছয় হাজার মানুষ প্রবেশ করেছে। বৃষ্টির কারণে দর্শনার্থী কম হলেও তাঁর আশা আগামীকাল (রোববার) থেকে দর্শনার্থী বেড়ে দুই থেকে তিন গুণ ছাড়িয়ে যাবে।

চিড়িয়াখানায় এসে খুশি ওরা। ঢাকা, ৭ জুন ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ

প্রায় ১৪ বছর পর জাতীয় চিড়িয়াখানায় এসেছেন সাদিয়া ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, প্রথম সন্তান জান্নাতুল রাবেয়াকে (৭) চিড়িয়াখানা দেখানোর জন্য নিয়ে আসছেন। রাজধানী ঢাকায় থাকলেও সন্তানের স্কুল ও নানা ব্যস্ততায় মেয়েকে নিয়ে আসা হয়নি। চিড়িয়াখানার পুরোনো স্মৃতি এবং সন্তানকে নিয়ে ঘুরে ঘুরে সব প্রাণী দেখানো—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী দেখে তাঁর সন্তান জান্নাতুল রাবেয়া অনেক খুশি বলে জানান তিনি।

রাজধানীর একটি রেস্তোরাঁর পরিচালক আলমগীর হোসেন স্ত্রী ও মেয়েকে (৪) নিয়ে ঘুরতে এসেছেন। তিনি বলেন, এর আগেও চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। তবে এবার মেয়ে মারিয়াকে নিয়ে প্রথম এসেছেন। এর আগে এসে যেমন ভিড় দেখেছেন, এবার সে রকম ভিড় দেখছেন না।

প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীরা। ঢাকা, ৭ জুন ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ

কুমিল্লার মুরাদনগর থেকে মা–বাবা, স্ত্রী ও ছোট বোনকে নিয়ে চিড়িয়াখানায় প্রথমবারের মতো ঘুরতে এসেছেন অন্তর। তিনি বলেন, পরিবারসহ প্রথমবার ঘুরতে এসে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী ও পরিবেশ মুগ্ধ করেছে তাকে। সব মিলিয়ে সুন্দর একটি সময় উপভোগ করেছেন।

চিড়িয়াখানার ভেতরে শিশু পার্কের ভেতরের রাইডগুলোও ছিল একবারেই ফাঁকা। শিশুপার্কের রাইডগুলোর টিকিট বিক্রেতা শাকিল হোসেন প্রথম আলোকে বলেন, গত বছর ঈদুল আজহার তুলনায় এবার অনেক কম ক্রিকেট বিক্রি হয়েছে। তবে রোববার থেকে ভিড় বাড়বে বলে আশা করছেন।