প্লেপেন স্কুলের বইমেলায় প্রথমা বুক ক্যাফে

বইমেলায় প্রথম বুক ক্যাফের স্টলে বই দেখছে শিশুরা
ছবি: প্রথম আলো

প্রতিবছরের মতো এবারও শিশু–কিশোরদের বিভিন্ন বইয়ের দোকান ও প্রকাশনীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্লেপেন স্কুলের বইমেলা। স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রথমা বুক ক্যাফেও মেলায় অংশ নেয়।

রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুল প্লেপেন ৪৬ বছর ধরে শিক্ষার্থীদের নানা সৃজনশীল কাজ ও বাঙালি সংস্কৃতিচর্চায় উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় স্কুল কর্তৃপক্ষ শিশুদের জন্য বইমেলা আয়োজন করে থাকে।  

অধ্যক্ষ শরাবান তহুরা বলেন, ‘আমরা বাঙালি সংস্কৃতিচর্চায় সব সময় স্কুলের বাচ্চাদের উৎসাহিত করি। পয়লা বৈশাখ, বসন্তবরণ, একুশে ফেব্রুয়ারিসহ নানান বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকি। ২০১৯ থেকে আমরা বইমেলা আয়োজন করছি। ভবিষ্যতে আরও বড় করে মেলা আয়োজনের পরিকল্পনা আছে।’

মেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ছিল প্রথমা বুক ক্যাফের বইয়ের দোকান। চাহিদামতো সব বই তারা পায় প্রথমা বুক ক্যাফের স্টলে। প্রথমা বুক ক্যাফের স্টলে দেশি–বিদেশি বইয়ের মানসম্পন্ন সংগ্রহের প্রশংসা করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। পাঠক-ক্রেতাদের হাতে মানসম্পন্ন বই তুলে দিতে পেরে প্রথমা বুক ক্যাফেও আনন্দিত। পাঠকের কাছে বই পৌঁছে দিতে সামনের দিনগুলোয় আরও কাজ করতে চান বলে জানিয়েছেন প্রথমা বুক ক্যাফের ইনচার্জ গৌরাঙ্গ হালদার।

প্রথমা বুক ক্যাফেটি মাদানী অ্যাভিনিউর শেফ’স টেবিল কোর্ট সাইডে অবস্থিত। দেশি-বিদেশি যেকোনো ধরনের মানসম্পন্ন বই পেতে দোকানটি ঘুরে আসতে পারেন। যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ ProthomaBookCafe-তে।