অবরোধের সমর্থনে ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের সমর্থনে মিছিল করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরান ঢাকার ধূপখোলা এলাকায় এই মিছিল হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলটি ধূপখোলা ও এর আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের কয়েক নেতাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘বর্তমান সরকারের পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলনের মাধ্যমে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার ফয়সালা করবে ছাত্রদল।’
এদিকে আজ সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।