রাজধানীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

ছুরিকাহত
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের হামলায় আলমগীর হোসেন নামের এক যুবলীগ নেতার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাত পৌনে আটটার দিকে ওয়ারীর আর কে মিশন রোডে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন ওয়ারীর ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তাঁর বাসা গোপীবাগের আর কে মিশন রোডে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

কবজি বিচ্ছিন্নের ঘটনাটি প্রথম আলোকে নিজেই নিশ্চিত করে আলমগীর বলেন, তিনি স্থানীয় একটি মসজিদে যাচ্ছিলেন। এ সময় দুজন চাপাতি নিয়ে হামলা চালান। তাঁর কবজি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ডান পায়ে কোপ লেগেছে। হামলাকারী দুজনকে আগে কখনো দেখেননি। তবে এখন দেখলে তাদের চিনতে পারবেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত পৌনে ১০টার দিকে আলমগীরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদার শনিবার রাতে প্রথম আলোকে বলেন, এক যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। তবে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।