আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল আবার চালু

মেট্রোরেল

রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল বুধবার রাতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল থেকেই তা আবার চালু হয়েছে।বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে গতকাল রাতে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ জন্য নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টা থেকে আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মতিঝিল থেকে শাহবাগ, উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।