সড়কের ট্রাফিকের কাজে শিক্ষার্থীরা, ছাত্র-জনতাকে পানি ও খাবার বিতরণ এমটিবির
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই পথ পরিষ্কার ও রাজধানীর ট্রাফিকের কাজ শুরু করে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ দেশের প্রয়োজনে রাজপথে কঠিন ত্যাগ স্বীকার করে দেশের সেবায় এগিয়ে এসেছেন তাঁরা। কেউ করছেন পরিচ্ছন্নতার কাজ, আবার কেউ ট্রাফিকের। এই মহান প্রয়াসে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তাদের পাশে থাকার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় এমটিবি রাজধানীর প্রায় ৪০টি পয়েন্টে ছাত্র-জনতার মধে৵ পানি ও হালকা খাবার বিতরণ করেছে গত বৃহস্পতিবার।