‘বইটি লেখার জন্য প্রায় ১০ বছর ধরে চেষ্টা করেছি। নানা ব্যস্ততার কারণে লেখা শেষ করতে পারছিলাম না। অবশেষে বইটি প্রকাশিত হলো। স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে। অনেক মুক্তিযোদ্ধা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁদের বীরত্বের কথাগুলো এখনো অলিখিত রয়ে গেছে। মুক্তিযুদ্ধের বীরত্বের কাহিনি, আমার সহযোদ্ধাদের সংগ্রাম, সেগুলো এই বইয়ে তুলে ধরেছি। দেশপ্রেম আমাকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। দেশমাতার মায়ায় ও দেশকে রক্ষা করার জন্য ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে যাই। তখন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থী ছিলাম।’

বই পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্বপ্ন ’৭১ প্রকাশন ও ‘বইচারিতা’ নিবেদিত ‘নতুন বই নিয়ে আড্ডা’য় গতকাল বুধবার রাতে রাজধানীর কাঁটাবনের স্বপ্ন ’৭১ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমদ এমন বক্তব্য দেন।

সদ্য প্রকাশিত বই ‘মুক্তিযুদ্ধ ও আমার গল্প’ আলোচনা অনুষ্ঠানে লেখক বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমদ বলেন, ‘বইয়ে আমার জীবনের গল্প আছে। আমার জীবনের শ্রেষ্ঠতম অর্জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সংগ্রামের কাহিনি, আমার মায়ের গল্প, আমার সহধর্মিণী গল্পসহ জীবনের নানা ঘটনা তুলে ধরেছি। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বইয়ের মধ্যে আমি কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেটাকে গুরুত্বসহ তুলে ধরতে, যাতে নতুন প্রজন্ম জানতে পারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে। আশা করি, বইটি পড়ে মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনি জানতে পারবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমদের সহধর্মিণী মাহমুদা আহমদ, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, সহসভাপতি আশফাকুজ্জমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা ঈশিতা।