চকবাজারে স্টোভের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

লাশপ্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের ইসলামবাগে নিজ বাড়িতে স্টোভের আগুনে দগ্ধ শিউলি বেগম (৪০) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ভাই আবদুর রব বলেন, রোববার দুপুরে রান্না করতে গিয়ে স্টোভে কেরোসিন ঢালতে গিয়ে কেরোসিন পড়ে শিউলির শরীরে আগুন ধরে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশীদ বলেন, শিউলি বেগমের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। শিউলির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার বিক্রমপুরে। বাবার নাম তোফাজ্জল হোসেন। স্বামীর নাম আলী হোসেন। তিনি প্লাস্টিক ব্যবসায়ী। বর্তমানে চকবাজার ইসলামবাগে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকেন। তাঁদের দুই সন্তান রয়েছে।