বিএনপির আরও ৫১ নেতা–কর্মী কারাগারে, রিমান্ডে ৩ জন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আরও ৫৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে ৫১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আর তিনজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে এখন পর্যন্ত ঢাকায় দলটির ২ হাজার ৭০৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।

আজ মঙ্গলবার যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, আবু বক্কর সিদ্দিক ও মেহেদী হাসান চৌধুরী। রিমান্ডে নেওয়া বিএনপির তিন কর্মী হলেন আল ইমরান, ইয়াহিয়া খান ও নাইম হোসাইন।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার বেলা তিনটা থেকে আজ বেলা তিনটা পর্যন্ত) গেন্ডারিয়া থানায় তিনজনকে, ওয়ারী থানায় দুজনকে, হাতিরঝিল থানায় একজনকে, রমনা থানায় তিনজনকে, রূপনগর থানায় একজনকে, পল্লবী থানায় একজনকে, পল্টন থানায় পাঁচজনকে, মিরপুর থানায় একজনকে, শেরেবাংলানগর থানায় একজনকে, গুলশান থানায় একজনকে, বনানী থানায় দুজনকে, বাড্ডা থানায় চারজনকে, ভাটারা থানায় একজনকে, কোতোয়ালি থানায় একজনকে, বংশাল থানায় দুজনকে, কামরাঙ্গীরচর থানায় একজনকে, কদমতলী থানায় দুজনকে, উত্তরা পূর্ব থানা একজনকে, হাজারীবাগ থানায় দুজন, যাত্রাবাড়ী থানায় আটজন, ডেমরা থানায় একজন, মুগদা থানায় দুজনকে ও খিলগাঁও থানায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মী।

২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু; সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স; ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক প্রমুখ।