ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ওরফে সাগরছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মেহেদী হাসান জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার আসামি।

ডিএমপি সূত্রে জানা গেছে, মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। কোটা সংস্কার আন্দোলনের সময় গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ঘটনায় তিন শতাধিক জনকে আসামি করে সম্প্রতি দুটি মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।