শাহরিয়ারের হত্যাকারীদের শাস্তির দাবি জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে সই করেছেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকার।
বিবৃতিতে বলা হয়, গোটা দেশের মানুষ যখন দেশে একটি জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো একটি এলাকায় বিশ্ববিদ্যালয়ছাত্রকে ছুরিকাঘাতে খুন করার ঘটনাটি বিশ্ববিদ্যালয় তথা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে। কেননা, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়। অতীতেও বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে এবং সেগুলোর কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। ফলে একের পর এক খুনের ঘটনা উদ্বেগ তৈরি করছে।
গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা দেশে ধারাবাহিকভাবে খুনের ঘটনা ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, বিশেষ করে বিএনপি ও জাতীয়তাবাদী দলের নেতা–কর্মীদের টার্গেট করা হচ্ছে বলে খবরে জানা যাচ্ছে। অথচ পরিবর্তিত পরিস্থিতিতে সবার প্রত্যাশা ছিল যে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার হবে। কিন্তু সেই সব ঘটনার আদৌ কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।