ওসি বদলির তালিকা শিগগিরই ইসিতে পাঠানো হবে: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় যেসব ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরি করছেন, তাঁদের বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে (ইসি) তালিকা পাঠানো হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার নির্দেশনা দিয়ে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।

ইসি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাঁদের অন্য জায়গায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

আরও পড়ুন