রাজধানীতে মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
রাজধানীর চকবাজারের চাঁদনীঘাট এলাকায় ময়লার ডিপোতে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে মো. সোহান মিয়া (২৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
সোহান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নম্বর অঞ্চলের ২৯ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সোহানকে নিয়ে আসা সহকর্মী নয়ন মিয়া বলেন, ডিপোতে ট্রাক থেকে ময়লা নামানোর সময় ওপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে গুরুতর আহত হন সোহান। সেখান থেকে তাঁকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চকবাজার থানায় অবগত করা হয়েছে।
পুলিশ জানায়, সোহানের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি হাজীপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. দুলু মিয়া। কামরাঙ্গীরচর রসুলবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি থাকতেন।