এই গরমের মধ্যে গুলশানসহ ঢাকার কয়েকটি এলাকায় পানির কষ্ট

ঢাকা ওয়াসা

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে জীবন অতিষ্ঠ। এর মধ্যে গুলশানসহ রাজধানীর কয়েকটি এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে ইব্রাহিমপুর, মণিপুর, মাটিকাটা, নন্দীপাড়া ও সোলমাইদ এলাকায় সমস্যা বেশি।

ওয়াসা কর্তৃপক্ষ বলছে, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই, এলাকাভিত্তিক কিছু সমস্যা রয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, অতিরিক্ত গরমে চাহিদা বেড়ে যাওয়া এবং প্রয়োজনের তুলনায় গভীর নলকূপ কম থাকায় সমস্যা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা ওয়াসার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কিছু জায়গায় গভীর নলকূপ থেকে পানি উত্তোলন কমেছে। গরমে পানির চাহিদা বেড়ে যাওয়া এবং কয়েকটি এলাকায় চাহিদার তুলনায় গভীর নলকূপ কম থাকায় সমস্যা হচ্ছে। প্রতিবছরই এপ্রিল-মে মাসে রাজধানীতে পানির সংকট বেশি হয়।

ঢাকা ওয়াসার ১০টি আঞ্চলিক কার্যালয়ের সব কটিতেই কমবেশি পানির সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে অঞ্চল-২–এর নবাবগঞ্জ, ঢুরি আঙুলি লেন, জাফরাবাদ ও কাটাসুর, অঞ্চল-৪–এর বড়বাগ, মণিপুর, আগারগাঁও ও মিরপুর ১২, জোন-৫–এর গুলশান ১, গুলশান ২–এর ৮৩ নম্বর সড়ক এবং মালিবাগ বাজার রোড এলাকায়।
অঞ্চল-৬–এর বনশ্রীর এফ ব্লক ও নন্দীপাড়া, অঞ্চল-৭–এর রসুলপুর, পাগলা, শাহী মহল্লা, নুরবাগ, আদর্শনগর, নামা শ্যামপুর, নিশ্চিন্তপুর, দেলপাড়া, শান্তিধারা ও দৌলতপুর এবং অঞ্চল-১০–এর ইব্রাহিমপুর, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর ১১–এর মদিনা নগর, বাইগারটেক, মাটিকাটা এবং উত্তরা ১৫, ১৬, ১৭ নম্বর সেক্টরে পানির সমস্যা রয়েছে।

পানির সংকটের বিষয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত প্রথম আলোকে বলেন, গুলশানের মতো এলাকায় কয়েক দিন ধরে পানির সংকট চলছে। বিশেষ করে উত্তর গুলশানের বাসিন্দারা বেশি কষ্টে আছেন। একাধিকবার ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। উত্তর গুলশান অংশে একটি পানির পাম্প বসানো জরুরি। ওয়াসাকে পাম্প বসানোর জায়গা কীভাবে দেওয়া যায়, সেটি নিয়েও আলোচনা হচ্ছে।

ঢাকা ওয়াসার দাবি, ঢাকায় পানির যে চাহিদা, উৎপাদন তার চেয়ে বেশি। ওয়াসার তথ্যানুযায়ী, সব এলাকায় ‘রেশনিং’ করার ব্যবস্থা না থাকায় কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। এক এলাকায় পানির সংকট দেখা দিলে বা গভীর নলকূপ নষ্ট হলে আশপাশের এলাকা থেকে পানি এনে চাহিদা মেটানো হয়। একে ‘রেশনিং’ বলা হয়। ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো এলাকায় পানির সমস্যা হলে ঢাকা ওয়াসার হটলাইন নম্বরে (১৬১৬২) যোগাযোগ করতে হবে।

বিভিন্ন এলাকায় পানির সমস্যা নিয়ে কথা বলার জন্য ঢাকা ওয়াসায় যোগাযোগ করলে জানা যায়, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন ও বেশ কয়েক প্রকৌশলী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ওয়াসার হটলাইন নম্বরে (১৬১৬২) যোগাযোগ করা হলে দিনে কতজন গ্রাহক অভিযোগ জানাচ্ছেন, তা জানাতে অপারগতা প্রকাশ করেন তাঁরা।