রাজধানীর পল্টনে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

মৃত্যুপ্রতীকী ছবি

রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মঞ্জুরি আফরোজ (৫৫)। তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার প্রয়াত আখতার আহমেদ খানের স্ত্রী।

আজ বুধবার সকালে মঞ্জুরি আফরোজের মৃত্যু হয়। তাঁর পরিবার বলছে, তিনি বিষণ্নতায় ভুগছিলেন।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুফিয়ান শাউড়ি প্রথম আলোকে বলেন, মঞ্জুরি আফরোজ পুরানা পল্টনে বাবার বাড়িতে থাকতেন। আজ সকালে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বেলা সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছে পরিবার। এ ছাড়া অন্য কোনো কারণ ছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

দুপুরে মঞ্জুরির ভগ্নিপতি এ বি এম ইকবাল প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে তাঁর স্বামী সাংবাদিক আখতার আহমেদ মারা যান। এরপর এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন মঞ্জুরি। মেয়ের পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে তিনি বিষণ্নতায় ভুগছিলেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, মঞ্জুরি আফরোজ অনেক দিন ধরে মনোরোগ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।