বন্ধুর জন্য ইয়াবা ‘উপহার’ পাঠাচ্ছিলেন দুই কলেজছাত্র

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীতে ইয়াবাসহ জাহিদ হাসান (২০) ও সোহান আলী (২০) নামের দুই কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত নয়টায় মিরপুর ৬ নম্বর সেকশনের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই ইয়াবা তাঁদের আরেক বন্ধুর কাছে ‘উপহার’ হিসেবে পাঠাচ্ছিলেন। গ্রেপ্তার এড়াতে ইয়াবা পাঠানো হচ্ছিল ইয়ারফোনের নামে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন জাহিদ ও সোহান। কেউ যাতে সন্দেহ না করে, তাই তাঁরা ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে তাঁরা সেই প্যাকেট নিয়ে যান কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তাঁরা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।