ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারার একটি বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে এক দম্পতির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে ভাটারার সাঈদনগরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ইতালিফেরত আবদুল মজিদ শিকদার ওরফে নুরু শিকদার (৭২) ও তাঁর দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগম (৪৮)।

ভাটারা থানা-পুলিশ জানায়, মজিদ তাঁর দ্বিতীয় স্ত্রী তাসলিমাকে নিয়ে সাঈদনগরের একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন। আজ ভোরে এ দম্পতি গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মজিদ ও তাঁর স্ত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের পর আগুন ধরে গেলে মজিদ-তাসলিমা দম্পতি চিৎকার করেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। তবে মজিদ ও তাসলিমাকে বাঁচানো যায়নি।

পুলিশ জানায়, বিস্ফোরণ ও আগুনের এ ঘটনায় রান্নাঘর ধসে পড়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মজিদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরায়। তাঁর দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই। তাঁর প্রথম স্ত্রী ও সন্তানেরা ইতালিতে থাকেন। মজিদও একসময় ইতালিতে থাকতেন।