ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে দুর্বৃত্তদের হামলা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে কার্যালয় চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
আজ সোমবার বেলা ২টার দিকে একদল মানুষ হকিস্টিক নিয়ে প্রধান ফটক খুলে কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় বলে জানান ওই গ্রুপের একজন সাংবাদিক।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ ২৪, নিউজ ২৪, টি স্পোর্টস ও ক্যাপিটাল রেডিওর অফিস রয়েছে।
ওই সাংবাদিক জানান, দুর্বৃত্তরা ক্যাপিটাল রেডিওর কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় তারা টেবিল, কম্পিউটার ও এসি ভাঙচুর করে। হামলাকারীদের অধিকাংশই মাস্ক পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের চেনা যায়নি।
এদিকে এই হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি এই হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। আজ রাতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এক বিবৃতিতে এই দাবি জানান।