ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে দুটি, হলের উল্টো পাশের আবাসিক এলাকার সামনে একটি এবং নীলক্ষেতে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অবশ্য এসব ঘটনায় কেউ হতাহত হননি।

আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাসের ওই অংশটি। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এর আগে গত ২৭ ডিসেম্বর একই এলাকায় চারটি এবং ১৫ ও ১৮ নভেম্বর ক্যাম্পাসের টিএসসি ও স্মৃতি চিরন্তন চত্বরে যথাক্রমে পাঁচটি ও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

আজ সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি স্কুটারে করে এসে এ ঘটনা ঘটিয়েছে। তাদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ, সড়কের যে অংশ সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে, সেই অংশ থেকে তারা ককটেল ছুড়েছে।