মহাখালীতে অবরোধ, ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেললাইনে অবস্থান নিয়েছেন। এ কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেলওয়ে সূত্র এই তথ্য জানিয়েছে।
কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস এখন তেজগাঁও স্টেশনে আটকে আছে। আর সেনানিবাস স্টেশনে আটকে আছে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার বেলা দুইটার পর ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এ সময় কমলাপুর স্টেশনে কোনো ট্রেন প্রবেশও করেনি।
এর আগে আজ সকালে চট্টগ্রামের কুমিরায় আন্দোলনকারী শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। এতে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ ছেড়ে দেওয়া হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত দুপুরের পর থেকে ট্রেন চলাচলের পিক টাইম (বেশি ট্রেন চলাচল করে) শুরু হয়। রেলপথ অবরোধ থাকায় স্থানে স্থানে ট্রেন আটকে আছে। কমলাপুর রেলস্টেশনে আটকে আছে সিলেটের কালনী এক্সপ্রেস, চট্টগ্রামের চট্টলা এক্সপ্রেস, জামালপুর কমিউটার, রাজশাহী কমিউটার, চাঁপাইনবাবগঞ্জ কমিউটারসহ বেশ কিছু ট্রেন। এ ছাড়া সেনানিবাস স্টেশনে আটকে থাকা সিল্কসিটি এক্সপ্রেসের কমলাপুর এসে আবার যাত্রী নিয়ে রাজশাহীর পথে রওনা হওয়ার কথা। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এভাবে চলতে থাকলে সন্ধ্যা নাগাদ অনেকটি ট্রেনের সূচি বিপর্যয় হবে।
রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এখন পিক আওয়ার চলছে। অনেক জায়গায় ট্রেন আটকে আছে। রেলপথ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে না গেলে ট্রেন চালু করা যাবে না।