বিএনপির পদযাত্রায় বাধা দেবে না পুলিশ: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক
ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে পদযাত্রার কারণে যে জনদুর্ভোগ হবে, তা বিএনপির বিবেকের ওপরই ছেড়ে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বুধবার সন্ধ্যায় বিএনপির পদযাত্রা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার গোলাম ফারুক। রাজধানীর মিন্টো রোডসংলগ্ন ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে খন্দকার গোলাম ফারুক বলেন, দুই কোটি মানুষ বসবাসের এই শহরে বিভিন্ন উন্নয়নকাজের কারণে অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে অফিশিয়াল ডেতে এটা বেশি হয়। এর মধ্যেও কিছু রাজনৈতিক দল ও সংগঠন অফিশিয়াল ডেতে এমন কর্মসূচি দেয়। যাতে জনগণকে চরম দুর্ভোগে পড়তে হয়।

উদাহরণ হিসেবে বিএনপির আগামীকালের কর্মসূচির বিষয়টি উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘কর্মসূচির কারণে তখন অফিস ফেরত মানুষের যে দুর্ভোগ হবে, সেটি অবর্ণনীয়। সেই প্রেক্ষাপটে সব বিবেকবান দল ও পেশাজীবী সংগঠনকে অনুরোধ করব কর্মদিবসে এমন কর্মসূচি দেবেন না। আমরা তাদের (বিএনপি) অনুরোধ করলাম জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য। তারা যেন দুর্ভোগ লাঘব করে কর্মসূচি পালন করেন।’

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির কর্মসূচি বন্ধ করে দেওয়া হবে, এমন কথা বলিনি। আমরা বলছি, জনগণের প্রতি তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এই সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিয়েছি। শুধু আইনশৃঙ্খলার অবনতি করে ভাঙচুর বা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা হবে। এর আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আর আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা পর্যন্ত পদযাত্রা হবে। এ কর্মসূচির আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।