পুরান ঢাকায় চালককে খুন করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

ছিনতাইপ্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় চালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আনোয়ার প্রামাণিক (৩৫)। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ভোরে ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে গেন্ডারিয়ার কচিকাঁচা স্কুলের সামনে থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারের চাচা ফিরোজ মিয়া বলেন, আনোয়ার পেশায় ব্যাটারিচালিত রিকশার চালক। সোমবার সন্ধ্যায় তিনি শ্যামবাজার এলাকার গ্যারেজ থেকে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। ভোরে খবর আসে ছিনতাইকারীরা আনোয়ারের গলায় ও মাথায় ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে।

আনোয়ারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তিনি শ্যামবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও চার সন্তান থাকে গ্রামে।