কারা অধিদপ্তরে পরিত্যক্ত শতাধিক পাত্রে এডিস মশার লার্ভা
রাজধানীর বকশি বাজারে অবস্থিত কারা অধিদপ্তরের সদর দপ্তরের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা শতাধিক পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
সোমবার ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কারা অধিদপ্তরের কারা কনভেনশন হল ও সংলগ্ন এলাকায় মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এ অবস্থা দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এডিস মশার লার্ভা পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কারা অধিদপ্তর যেন এডিস মশার লার্ভার কারখানা।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানে শতাধিক পরিত্যক্ত মাটির পাত্র, ওয়ান-টাইম কাপ ও থালা, সেখানে সংরক্ষিত বাঁশের ফোকর ও পরিত্যক্ত গাছের কোঠরে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পরে সব পাত্রের লার্ভা ধ্বংস করে এলাকাটি পরিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে যেন কারা সদর দপ্তর এলাকা পরিচ্ছন্ন রাখা হয় এবং এডিস মশার প্রজননস্থল সৃষ্টি হতে না পারে—সে জন্য কারা অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।
কারা কনভেনশন হলে চালানো অভিযানে ২০ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ১২ জন মশককর্মী অংশ নেন। নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে তদারকি করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির।
অভিযানের সময় কারা অধিদপ্তরের ডেপুটি জেলার মোসফিকুল আলম, দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪–এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নূর হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা কুদ্দুসুর রহমান খান, পরিচ্ছন্ন পরিদর্শক মোস্তফা হাসিবুল হাসান, মশক সুপারভাইজার মো. আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।