ইস্টার্ন ইউনিভার্সিটির প্রশিক্ষণ কোর্সে লাইভে যুক্ত হলেন কন্ডোলিৎসা রাইস
ইস্টার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির নির্বাচিত ১০ শিক্ষার্থীকে নিয়ে শুরু হওয়া একটি প্রশিক্ষণ কোর্সে অনলাইনে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ‘ওবামা চেস্কি ভয়েজার প্রোজেক্ট: ডিজাইন ফর বাংলাদেশ’ শিরোনামের এই প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইস্টার্ন ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে নিয়ে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। আফ্রিকা ও তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে একাডেমিক ও সামাজিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম কোনো ইউনিভার্সিটি হিসেবে ইস্টার্নকে বেছে নিয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। অনলাইন ও অফলাইন—দুভাবে ৬ সপ্তাহের এই প্রশিক্ষণ কোর্স ৬ জুলাই উদ্বোধন করা হয়।
রাষ্ট্রবিজ্ঞানী কন্ডোলিৎসা রাইস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনের বর্তমান পরিচালক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রথম আফ্রিকান-আমেরিকান নারী তিনি।
প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কন্ডোলিৎসা রাইস নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এক ঘণ্টার লাইভে। সুনির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাংলাদেশে ২০০৭ সালের সিডরের সময় সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্সের প্রধান প্রশিক্ষক ও সমন্বয়ক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ইতবান নাফি। এর আগে ১২ জুলাই অনলাইনে এই প্রশিক্ষণ কোর্সে যুক্ত হন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের চেয়ারম্যান জন হেনেসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশিক্ষণ কোর্সটিতে পর্যায়ক্রমে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ফেসবুকের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস ও ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্ল্যাটফর্ম সিন্ডারের প্রতিষ্ঠাতা ব্রায়ান ফিসম্যানের যুক্ত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে যুক্ত হবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক, পাঠাওয়ের প্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস, ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব ইসলাম প্রমুখ।
এ ছাড়া ভারত থেকেও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রশিক্ষণ কোর্সে অনলাইনে যুক্ত হবেন। ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে সমন্বয়ের কাজটি করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক এস এম সিরাজী।