ডেমরায় বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে চালক ও যাত্রী নিহত
রাজধানীর ডেমরার মেন্দিপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে এর চালক ও যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশাচালক স্বাধীন ইসলাম (২৮) ও যাত্রী শাহ আলম (৬০)।
পারিবারিক সূত্র জানায়, শাহ আলম একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর বাড়ি কুমিল্লার বড়ুরায়। আর অটোরিকশাচালক স্বাধীন ইসলামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি পরিবার নিয়ে সবুজবাগের মাদারটেকে থাকতেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল হোসেন আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে শাহ আলম সবুজবাগের নন্দীপাড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ডেমরার সারুলিয়ার টেংরা এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।
পথে ডেমরার মেন্দিপুর এলাকায় দ্রুতগতিতে আসা রাজধানী পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ কর্মকর্তা মাইনুল হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশাচালক স্বাধীন ইসলামকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। কিছুক্ষণ পর সেখানে স্বাধীন ইসলাম মারা যান।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাতেই মরদেহ উদ্ধার করা হয় উল্লেখ করে মাইনুল হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার দুটি লিখিত আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাসটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।