রাজনৈতিক বিষয়ে আগ বাড়িয়ে কাজ করা যাবে না: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক মামলা ও গ্রেপ্তার এবং কর্মসূচিকেন্দ্রিক দায়িত্ব পালনে আগ বাড়িয়ে কোনো কাজ করা যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির প্রধান কার্যালয়ে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রোববার এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তারা বলেন, রাজনৈতিক বিষয়ে আগে বাড়িয়ে কোনো কাজ না করতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে বলবেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা সেভাবেই কাজ করবেন।

সভায় অধস্তন কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, দেশের প্রচলিত আইন অনুসরণ করে এবং পেশাদারত্বের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কোনো পুলিশ সদস্যের আচরণগত কারণে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট না হয়, সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি ও ছিনতাই মামলা, চোরাই গাড়ি উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে আরও গুরুত্ব দিতে হবে। ভালো কাজ ও জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।