জানা গেল ‘বিটিআই বিশেষজ্ঞ’ লি শিয়াংয়ের আসল পরিচয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রমের সময় লি শিয়াংকে (নীল শার্ট ও সাদা প্যান্ট পরিহিত) পরিচয় করিয়ে দেওয়া হয় কীটনাশক বিটিআই বিশেষজ্ঞ হিসেবে
ছবি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সৌজন্যে

মশার লার্ভা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য আমদানি করা জৈব কীটনাশক বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। আমদানিকারক ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, ওই কীটনাশক সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল লিমিটেডের প্রস্তুত করা। আর বেস্ট কেমিক্যালের রপ্তানি ব্যবস্থাপক ও বিটিআই বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে মি. লি শিয়াং নামের এক ব্যক্তিকে। তবে বেস্ট কেমিক্যাল এক সতর্কবার্তায় জানিয়েছে, এসব দাবি মিথ্যা।

এখনে একটি প্রশ্ন সামনে এসেছে। লি শিয়াং বেস্ট কেমিক্যালের কর্মী না হলে তাঁর আসল পরিচয় কী? উত্তর মিলেছে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বরাবর বিটিআই আমদানিকারক ঠিকাদারি প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্টিজ লিমিটেডের লেখা এক চিঠিতে। তাতে বলা হয়েছে, লি শিয়াং চীনা প্রতিষ্ঠান শানডং গানন অ্যাগ্রোকেমিক্যালের কর্মী। তিনি বেস্ট কেমিক্যাল থেকে বিটিআই আমদানি করতে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করেছেন।

গত বৃহস্পতিবার দেওয়া ওই চিঠির ব্যাখ্যায় বলা হয়, মশার লার্ভা নিধনে বিটিআই সংগ্রহের জন্য ঢাকা উত্তর সিটির ঘোষণা শুনে তারা বিভিন্ন দেশে মানসম্মত বিটিআই উৎপাদনকারী খুঁজতে থাকে। এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানির নাম পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটির সঙ্গে অনেকবার যোগাযোগ করা হয়। তবে বেস্ট কেমিক্যালের জবাব দেওয়ার গতি ছিল অনেক ধীর। দেশে বিটিআইয়ের জরুরি প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তাই তারা অন্য কয়েকটি মাধ্যমে বেস্ট কেমিক্যালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।

চিঠিতে আরও বলা হয়, ‘তখন মি. লি শিয়াং তৃতীয় পক্ষ হিসেবে আমাদের জানান যে বেস্ট কেমিক্যাল কোম্পানি থেকে তিনি বিটিআই সংগ্রহ করে সরবরাহ করতে পারবেন। তারা লেটার অব অথোরিটি (ক্ষমতা অর্পণপত্র) দেয় এবং আমরা ই-জিপির দরপত্রে অংশ নেই। কার্যাদেশ পাওয়ার পর লি শিয়াংয়ের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি তাঁর কোম্পানির মাধ্যমে বিটিআই সরবরাহ করেন।’

মেয়রকে লেখা ওই চিঠির সঙ্গে নিজেদের ব্যাখ্যার পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি মার্শাল অ্যাগ্রোভেট। তাতে শুধু বলা হয়েছে, ‘আমরা নিয়মিত তৃতীয় পক্ষের (লি শিয়াং) সঙ্গে যোগাযোগ করছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুত প্রমাণ উপস্থাপন করবেন।’ মার্শাল অ্যাগ্রোভেটের পক্ষ থেকে এ–ও বলা হয়েছে, সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি মার্শাল অ্যাগ্রোভেটকে বিটিআই সরবরাহ করেনি, এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় তারা বিব্রত। তৃতীয় পক্ষ পণ্যটি সম্পূর্ণ প্রস্তুতের পর প্যাকেটজাত করে সরবরাহ করেছে। দেশে এর কোনো কাজই হয়নি।

৩ আগস্ট বিটিআইয়ের প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়রসহ অতিথিরা
ছবি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সৌজন্যে
আরও পড়ুন

ঢাকা উত্তর সিটির জন্য পাঁচ হাজার কেজি বিটিআই আমদানি করেছে মার্শাল অ্যাগ্রোভেট। ৭ আগস্ট মশা নিধনে ওই কীটনাশক প্রয়োগ শুরু হয়। সেদিন উত্তর সিটির অঞ্চল ৩-এর আওতাধীন গুলশান-২ নম্বরের ৪৭ নম্বর সড়ক এলাকায় এ কীটনাশক প্রয়োগ করা হয়। ওই সময় সেখানে লি শিয়াংকে বিটিআই কীটনাশকের বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

পরে গত সোমবার বেস্ট কেমিক্যাল লিমিটেড নিজেদের ফেসবুক পেজে একটি সতর্কবার্তা দিয়ে বলে, তারা পাঁচ টন বিটিআই লার্ভিসাইড সরবরাহ করেনি। মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেস্ট কেমিক্যালের নিযুক্ত কোনো পরিবেশকও নয়। এ ছাড়া মার্শাল অ্যাগ্রোভেট মি. লি শিয়াং নামে যাকে বেস্ট কেমিক্যালের রপ্তানি ব্যবস্থাপক (এক্সপোর্ট ম্যানেজার) ও বিটিআই বিশেষজ্ঞ হিসেবে দাবি করেছিল, তিনি আসলে বেস্ট কেমিক্যালের কোনো কর্মী নন।

আরও পড়ুন

পরে ঢাকা উত্তর সিটির আমদানি করা বিটিআই নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। এ নিয়ে ১৭ আগস্ট প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জালিয়াতির অভিযোগ ওঠায় মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে কালো তালিকাভুক্ত করেছে উত্তর সিটি করপোরেশন। আজ শনিবার করপোরেশনের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন