মেট্রোরেল মঙ্গলবার কেন আধাঘণ্টা বন্ধ ছিল, যা জানাল কর্তৃপক্ষ

আধা ঘণ্টা বন্ধ থাকার সময় মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে প্রচণ্ড ভিড় সৃষ্টি হয়। ১৯ মার্চ, মঙ্গলবার, বিকেল ৫.১৫ মিনিটে তোলাছবি: প্রথম আলো

মুষলধারে বৃষ্টি, ইফতারের জন্য বাড়ি ফেরার তাড়া-সব মিলিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মানুষের তাড়াহুড়ো ছিল বেশি। রাজধানীতে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে দরজা বন্ধ না হওয়ায় আধা ঘণ্টার মতো চলাচল বন্ধ ছিল।

রাজধানীতে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। থেমে থেমে এই বৃষ্টি সন্ধ্যার পরও ছিল। বৃষ্টিতে স্বাভাবিকভাবেই শহরে যানজট বেড়ে যায়। এ ছাড়া রমজানে সবারই তাড়া থাকে ইফতারের আগে বাড়ি ফেরার। সব মিলিয়ে ব্যস্ততম স্টেশন সচিবালয়ে প্ল্যাটফর্মে বেশ ভিড় ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজ বুধবার প্রথম আলোকে বলেন, গতকাল সচিবালয় স্টেশনে যাত্রীদের প্রায় পাঁচটার দিকে এত ভিড় ছিল যে দরজা বন্ধ হচ্ছিল না। তিনবার দরজা থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও কেউই সরেনি। তখন মেট্রো বন্ধ হয়ে যায়। মেট্রো বন্ধ হয়ে গেলে তা ম্যানুয়ালি চালু করতে প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এর ফলে কালকে আধা ঘণ্টার মতো মেট্রো চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেল এখন ‘পিকআওয়ারে’ ৮ মিনিট পরপর চলে। আর অফপিকে তা ১২ মিনিট পরপর। অন্যদিকে রমজান মাসের শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রমজানের শেষ ১৫ দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টায় ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ১০ বার ট্রেন চলবে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন চলবে ১৯৪ বার।

মেট্রোরেল অনেকের যাতায়াতকেই সহজ করে দিয়েছে। এর চাহিদাও অনেক। কর্তৃপক্ষ ট্রেন বাড়ানোসহ সময় কমিয়ে আনার কথা ভাবছে। এম এ এন ছিদ্দিক বলেন, রমজানের পর পিকআওয়ারে চলাচলের সময় ৮ মিনিটের চেয়ে আরও কমানো যায় কি না, সেটা বিবেচনা করা হচ্ছে।