ডেমরায় এক এসএসসি পরীক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু
রাজধানীর ডেমরা এলাকায় মিনা আক্তার (১৭) নামের এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য মিনা আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, মিনা আক্তার ডেমরার পাইটি গ্রামে মা-বাবার সঙ্গে বসবাস করত। শনিবার বিকেলে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মৃতের ফুফা শামসুল আলম প্রথম আলোকে বলেন, মিনা আক্তার কোচিং থেকে বাসায় ফিরে নিজের কক্ষে যায়। তার মা ঘরের বাইরে ছিল। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মিনার মরদেহ উদ্ধার করা হয়।
মিনা আক্তারের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে জানতে চাইলে তা নিয়ে কিছু বলতে রাজি হননি শামসুল আলম।
মিনা আক্তার ডেমরার ই হক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। তার পিতা কাঁচা মাল বেচাকেনা করে জীবিকা নির্বাহ করেন।