শেফস টেবিলে প্রথমা বুক ক্যাফের শিশু-কিশোর কর্নার উদ্বোধন
শিশুদের জন্য আজ শনিবার ছিল একটি আনন্দের দিন। ঢাকার ইউনাইটেড সিটির শেফস টেবিলে প্রথমা বুক ক্যাফের শিশু-কিশোর কর্নার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে শিশুদের উপস্থিতি অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলে। অতিথিরা বিকেল পাঁচটায় শিশুদের সঙ্গে নিয়ে শিশু-কিশোর কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিশু-কিশোর কর্নারটি সাজানো হয়েছে শিশু-কিশোরদের উপযোগী বাংলা-ইংরেজি দেশি-বিদেশি নানা রকম বই, ছবি আঁকার উপকরণ, কলম, খাতাসহ রংবেরঙের স্টেশনারি ও শিক্ষামূলক খেলনা দিয়ে।
মাদানি অ্যাভিনিউ, ১০০ ফুট রোডের শেফস টেবিলে প্রথমা বুক ক্যাফে যাত্রা শুরু করে ২০২১ সালে। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে শিশু-কিশোরদের জন্য শিশু-কিশোর কর্নার বা কিডস জোন চালু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ইউনাইটেড গ্রুপের রিয়েল এস্টেট ডিভিশনের সিইও শেখ মোহাম্মদ ফারুক হোসেন, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী মশিউল আলম, শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন প্রমুখ।
আনিসুল হক বলেন, প্রথমা অনেক গুরুত্ব নিয়ে যত্নসহকারে নানা রকম বই প্রকাশ করে। আজ একটি আনন্দের দিন। শিশুরা এখানে এসে অনেক মজার মজার বই পড়তে ও সংগ্রহ করতে পারবে।
শেখ মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘প্রথম আলোর এ ধরনের আয়োজনের সঙ্গে আমরা যুক্ত থাকব। প্রথমা বুক ক্যাফে ও শিশু কর্নার ঘিরে একটি সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।’
মশিউল আলম উপস্থিত বাবা–মায়েদের উদ্দেশে বলেন, ‘এটি প্রথমার অবশ্যই একটি ব্যতিক্রমী উদ্যোগ। শিশুরা যাতে সহজেই বই পেতে পারে, সরাসরি উপস্থিত হয়ে বই পছন্দ করে সংগ্রহ করতে পারে, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি, আপনারা শিশুদের বই পড়তে উৎসাহিত করবেন।’
দন্ত্যস রওশন বলেন, প্রথমা প্রকাশন শিশু-কিশোর কর্নার উদ্বোধনের পাশাপাশি শিশুদের জন্য নানা রকম বই প্রকাশেরও উদ্যোগ নিয়েছে। সারা বছর প্রথমা শিশু-কিশোরদের উপযোগী প্রকাশনা অব্যাহত রাখবে।