বিমানবন্দর সড়কে চলাচলে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ
আগামী তিন মাস প্রতি শুক্রবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে ৭ ঘণ্টা করে যান চলাচল সীমিত থাকবে। এ জন্য ওই সময় সড়কটি ব্যবহার করতে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হতে বলা হয়েছে যাত্রীদের।
আজ মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসংক্রান্ত প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন, ২০২৩ পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।’