ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা অনেকটাই স্বাভাবিক

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রাণ ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে। ঢাকা, ২৩ সেপ্টেম্বরছবি: প্রথম আলো

১১২ দিনের দীর্ঘ বিরতি শেষে খোলার দ্বিতীয় দিনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনেকটাই স্বাভাবিক ছিল। শিক্ষার্থীদের পদচারণে আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে ক্যাম্পাস।

বটতলা, মল চত্বর ও কার্জন হল এলাকা মুখর ছিল শিক্ষার্থীদের সমাগমে। ৮৪টি বিভাগ-ইনস্টিটিউটের মধ্যে ৩টি ছাড়া সব জায়গাতেই স্বাভাবিক ছিল শ্রেণি কার্যক্রম। কিছু বিভাগে পরীক্ষাও হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সোমবার শুধু তিনটি বিভাগে ক্লাস হয়নি। এ ছাড়া সব বিভাগ-ইনস্টিটিউটেই ক্লাস হয়েছে। কিছু জায়গায় পরীক্ষাও হয়েছে। দ্বন্দ্ব ও প্রতিবন্ধকতাগুলো নিরসন করে পুরোদমে শ্রেণি ও পরীক্ষা কার্যক্রম চালু করার জন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত আছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে সোমবার রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের’ ব্যানারে এ সমাবেশ হয়।